1

একটি জাতি যদি তাদের ইতিহাস না জানে তবে সে জাতির মেধায়, মননে জাতিগতভাবে হীনমন্যতা তৈরি হয়। দীর্ঘদিন শোষিত হওয়ার ফলে এবং শোষক ও তার অনুচরদের রচিত বিকৃত ইতিহাসের কবলে পড়ে এই জাতি তাদের শেকড় সম্পর্কে বেখবর হয়ে পড়েছে।

বাংলার ইতিহাস মানে হলো তাওহিদবাদী ও মুশরিকদের চিরন্তন লড়াই। বাংলা ভাষা ও সভ্যতা তৈরি হয়েছে তাওহীদবাদীদের হাতে । আর এই জাতি মুশরিকদের আক্রমণের শিকার হয়েছে বার বার । মুশরিকরা কখনো সাঁড়াশি আক্রমণ করে, কখনো বন্ধুর বেশ ধরে এই জাতির অস্তিত্ব বিনাশে ভূমিকা রেখেছে। বাঙালি জাতি তাদের স্বকীয়তা বজায় রেখে আল্লাহর আনুগত্যে অটুট থেকেছে। তাই বহু বিচ্যুতির পরও বাংলায় তাওহীদবাদীদের এক অপূর্ব সম্মিলন তৈরি হয়েছে।

মুসলিম জাতিগোষ্ঠীগুলোর মধ্যে একটি বড় জাতি হলো বাঙালি জাতি। এই জাতির সঠিক ইতিহাস সংরক্ষণ জরুরি। এ জাতির ওপর মুশরিকদের সশস্ত্র হামলার সাথে সাথে বুদ্ধিবৃত্তিক হামলাও হয়েছে ব্যাপক । এর অংশ হিসেবে প্রকৃত ইতিহাস বিকৃতির কবলে পড়েছে। ফলে বিকৃত ইতিহাস দিয়ে সন্ত্রাসীকে বানানো হয়েছে মহামানব আর মহামানবদের বানানো হয়েছে সন্ত্রাসী কিংবা অনগ্রসর গোষ্ঠী।